।।হাতে লেখা কুষ্টি ও ঠিকুজী:।। 💃আকর্ষণীয় মডেল, পরিষ্কার হরফে সহজ ও সরল ভাষায় লিখিত ।জ্যোতিষ শাস্ত্রে জ্ঞান হীন সাধারণ মানুষও যেন অতি সহজে বিষয় বস্তু বুজতে পারেন এভাবেই কুষ্টি/ঠিকুজী পরিষ্কার হরফে সহজ ও সরল ভাষায় লিখে দেওয়া হয়।
আপনার রাশি, লগ্ন, নক্ষত্র, গন, যোগ, করন কী তা জানার জন্য ঠিকুজি বা কুষ্ঠি নিয়ে কোন জ্যোতিষীর দরবারে যেতে হবে না, আপনি নিজেই পড়ে বিষয় বস্তু সহজে বুঝে নিতে পারবেন ।পঞ্চানন জ্যোতিষ ও তান্ত্রিক কার্য্যালয় দ্ধারা প্রস্তুত হাতে লেখা সাধারণ কুষ্ঠি/ঠিকুজিতেও 💥আয়ু এবং জাতায়ু চক্রের ফল 💥রাশি পতি 💥লগ্ন পতি 💥যোগ -করন-তিথি 💥পক্ষ-বর্ন-গণ 💥দশা-ফাঁড়া-শুভ গ্রহ-অশুভ গ্রহ 💥রাজযোগ - পতাকি চক্র 💥রাশি কুন্ডলী, ভাব কুন্ডলী, ক্ষেত্রা ধিপতি চক্র 💥রাশিগত নাম 💥ত্রিপাপ চক্র বর্ষ 💥গ্রহ শান্তির জন্য ধারণীয় রত্ন,উপরত্ন, মূল এর উল্লেখ সবই প্রমুখতার সহিত লিখে দেওয়া হয়ে থাকে, যাতে নিজেই নিজের প্রতিকারাদি সহজে জেনে নিতে পারেন।
কিন্তু অন্য জ্যোতিষীদের দ্ধারা তৈরী কুষ্ঠি/ঠিকূজীতে এসব প্রমুখ বিষয় প্রায়ই থাকে না, যাঁ কিছু লিখা থাকে তাহাও অত্যন্ত জটীল ভাষায় এবং বিভিন্ন কূট শব্দ প্রয়োগ করে লিখে থাকেন, এইজন্য সাধারণ মানুষের দ্ধারা কিছুই বুঝা সম্ভব হয় না, এইজন্য সামান্য কিছু জানতে হলেই কুষ্ঠি বা ঠিকুজী নিয়ে কোন না কোন জ্যোতিষীর কাছে ছুটে যেতে হয়। আর স্বল্প শিক্ষিত বা ভন্ড জ্যোতিষীদের দ্ধারা তৈরী কুষ্টি/ঠিকুজি গুলি তো প্রায়ই নানা ভুল ভ্রান্তিতে ভরা থাকে । তাছাড়া উনাদের দ্ধারা তৈরী কুষ্ঠি/ঠিকুজী গুণগত মানের দিক থেকে দামও(দক্ষিণা) অনেক বেশী হয়ে থাকে। কোন Fixed Rate না থাকার জন্য ঝোঁপ বুঝে কোপ মেরে থাকেন, Customer এর পকেট বুঝে কুষ্ঠি/ঠিকুজীর দর হাঁকান এইজন্য সাধারণ মানুষদের একটা সামান্য কুষ্ঠি/ঠিকুজী বানানোর জন্য অতিরিক্ত টাকা খরছ করতে হয়।
কিন্তু পঞ্চানন জ্যোতিষ ও তান্ত্রিক কার্য্যালয় দ্ধারা তৈরী কুষ্টি/ঠিকুজি বিভিন্ন অত্যাধুনিক সফটওয়্যার দ্ধারা পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করে ভালো করে সূক্ষ্ম গণনা করে তারপরই লিখা হয়ে থাকে।এই জন্য আমাদের হাতে লেখা কুষ্টি/ঠিকুজি 100% নির্ভুল হয় কোন ভুল ভ্রান্তি থাকে না এবং কুষ্ঠি বা ঠিকুজীর দক্ষিণাও তুলনামূলক ভাবে অন্যান্য কুষ্ঠি বা ঠিকুজীর থেকে অনেক অনেক কম আছে।
এইজন্য উন্নতমানের কুষ্টি/ঠিকুজির জন্য অন্যত্র নয় শুধু আমাদের কার্য্যালয়ে ই সম্পর্ক করুন।(অনলাইনে অর্ডার রাখা হয়)
দক্ষিণা: হাতে লেখা ঠিকুজি 25₹ এবং হাতে লেখা কুষ্টি 51₹ টাকা মাত্র।।
সম্পর্ক সূত্র:- 9476907326 / 8472962928পঞ্চানন জ্যোতিষ ও তান্ত্রিক কার্য্যালয় : বদরপুর (করিমগঞ্জ) আসাম।
দক্ষিণা: হাতে লেখা ঠিকুজি 25₹ এবং হাতে লেখা কুষ্টি 51₹ টাকা মাত্র।।
সম্পর্ক সূত্র:- 9476907326 / 8472962928পঞ্চানন জ্যোতিষ ও তান্ত্রিক কার্য্যালয় : বদরপুর (করিমগঞ্জ) আসাম।